মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল, ১৪৪৫ | ০১:৩০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ০৩:২৬:৩৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

নিষিদ্ধ হলেও অসুবিধা নাই

আপনার এখানে সব পলিথিন ব্যাগ পাওয়া যায়?’ ‘হুঁ, কোনটা চান! সব ধরনের আছে।’ ‘হাতলওয়ালাও আছে? ধরে বহন করা যায়?’ ‘হ আছে, এই যে, কোন সাইজ লাগব?’ ‘এগুলো না নিষিদ্ধ!’ ‘হ।’ ‘তাহলে বিক্রি করেন কেন?’ ‘বিক্রি করলে কোনো অসুবিধা নাই।’ ‘কোত্থেকে আনেন এগুলো?’ ‘কারখানা থেইকা।’ ‘কারখানা কোথায়?’ ‘জানি না।’ কথা হচ্ছিল কারওয়ানবাজারে পলিথিনের পাইকারি দোকান মাহিন প্যাকেজিং স্টোরের কর্মী ফেরদৌসের সঙ্গে। শুরু থেকে গা–ছাড়া একটা ভাব নিয়ে জবাব দিয়ে যাচ্ছিলেন তিনি। জানালেন, ১৩-১৮ ইঞ্চি আকারের রঙিন পলিথিন পাইকারি দরে প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করেন। কিছুক্ষণ কথা বলার পর এই প্রতিবেদক ক্রেতা না বুঝতে পেরে ‘খামাখা’ কথা বলা থেকে বিরত রাখলেন নিজেকে। সরাসরি কথা না বলে হুঁ–হাঁ করে যেতে লাগলেন।





আরো খবর