রোববার, ১৯ মে ২০২৪, ১২:২১

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ০৩:২৬:৩৫ পূর্বাহ্ন

নিষিদ্ধ হলেও অসুবিধা নাই

আপনার এখানে সব পলিথিন ব্যাগ পাওয়া যায়?’ ‘হুঁ, কোনটা চান! সব ধরনের আছে।’ ‘হাতলওয়ালাও আছে? ধরে বহন করা যায়?’ ‘হ আছে, এই যে, কোন সাইজ লাগব?’ ‘এগুলো না নিষিদ্ধ!’ ‘হ।’ ‘তাহলে বিক্রি করেন কেন?’ ‘বিক্রি করলে কোনো অসুবিধা নাই।’ ‘কোত্থেকে আনেন এগুলো?’ ‘কারখানা থেইকা।’ ‘কারখানা কোথায়?’ ‘জানি না।’ কথা হচ্ছিল কারওয়ানবাজারে পলিথিনের পাইকারি দোকান মাহিন প্যাকেজিং স্টোরের কর্মী ফেরদৌসের সঙ্গে। শুরু থেকে গা–ছাড়া একটা ভাব নিয়ে জবাব দিয়ে যাচ্ছিলেন তিনি। জানালেন, ১৩-১৮ ইঞ্চি আকারের রঙিন পলিথিন পাইকারি দরে প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করেন। কিছুক্ষণ কথা বলার পর এই প্রতিবেদক ক্রেতা না বুঝতে পেরে ‘খামাখা’ কথা বলা থেকে বিরত রাখলেন নিজেকে। সরাসরি কথা না বলে হুঁ–হাঁ করে যেতে লাগলেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com