শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৯:০৭ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৪ মার্চ ২০১৯ ০২:২৮:৪২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

কেকেআরকে ১৮২ রানের টার্গেট সাকিবদের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে বড় টার্গেট দিয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার ইডেন গার্ডেনে রবিবার নিজেদের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের অর্ধশতকের ওপর ভর করে ১৮১ রান সংগ্রহ করে হায়দরাবাদ। ফলে জয়ের জন্য কেকেআরকে করতে হবে ১৮২ রান। এদিকে, হায়দরাবাদের একাদশে জায়গা ধরে রেখেছেন এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিদেশিদের কোটায় তিনি ছাড়াও রয়েছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো ও রশিদ খান। তবে প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি সাকিবের। এদিন উদ্বোধনী জুটিতেই ১১৮ রান যোগ করেন ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ৩৫ বলে ৩৯ রান করে বেয়ারস্টো ফিরলেও মারকাটিং ব্যাটিংয়ে ৫৩ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওয়ার্নার। দলীয় ১৪৪ রানে ওয়ার্নারের বিদায়ের পর দ্রুত ইউসুফ পাঠান ফিরে গেলেও ২৪ বলে ৪০ রানে অপরাজিত থেকে দলকে ১৮১ রানের বড় সংগ্রহ এনে দেন বিজয় সঙ্কর। প্রসঙ্গত, ইনজুরির কারণে খেলতে পারছেন না হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে নেতৃত্বের ভার উঠেছে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের কাঁধে।





আরো খবর