শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ, ১৪৪৫ | ০৩:০১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ ১১:৫২:০৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পেলেকে মনে করিয়ে দিলেন মেসি

ডি বক্সের বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে ইতালির এক খেলোয়াড়ের মাথার ওপর লাফিয়ে উঠে পেলের জোরালো হেড। পোস্টের ডান কোনা দিয়ে বল আশ্রয় খুঁজে নিল জালে। গোল করেই কাছাকাছি থাকা সতীর্থ জাইরজিনহোর কোলে চড়ে বসলেন পেলে। ব্রাজিল ফরোয়ার্ড মুষ্টিবদ্ধ ডান হাতটা ছুড়লেন বাতাসে। এরপর আলিঙ্গনে বাঁধলেন অন্য সতীর্থদের। দৃশ্যটা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের। ইতালির বিপক্ষে ৪-১ গোলের জয়ে পেলের করা দলের প্রথম গোলের পরের দৃশ্য সেটি। প্রায় পাঁচ দশক আগে ব্রাজিল কিংবদন্তির সেই উদযাপন যেন ফিরে এলো শনিবার সেভিয়ার মাঠ রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে। ফিরিয়ে আনলেন আসলে বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। ম্যাচে তখন ২-১ গোলে পিছিয়ে বার্সা। ফরাসি ফরোয়ার্ড উসমান ডেম্বেলের বাড়ানো বলটা মেসি পেলেন ঠিক ডি বক্সের মাথায়। একটু ভেতরে ঢুকে ডান পায়ের শটে ওপরের কর্নার দিয়ে বল জালে পাঠালেন আর্জেন্টাইন তারকা। গোলের পর ডেম্বেলের কোলে চড়ে বসলেন মেসি। মুষ্টিবদ্ধ ডান হাতটা ছুড়লেন বাতাসে। এরপর জড়িয়ে ধরলেন অন্য সতীর্থদের। যেটি অবিকল পেলের সেই উদযাপনের মতোই! যেন ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের পেলেকে মনে করিয়ে দিলেন মেসি।





আরো খবর