রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ১০:০০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০০:৫৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয় নিয়ে যা বললেন শেবাগ

চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হারের পর বাংলাদেশ ক্রিকেট দলকে খোঁচা দিয়েছিলেন বীরেন্দ্র শেবাগ। টিম ইন্ডিয়ার কাছে টাইগারদের 'নাতি' সম্বোধন করে আলোচনা আসেন ভারতের সাবেক এই তারকা ওপেনার। সেই তারই মুখে এবার বাংলাদেশের প্রশংসা। বুধবার রাতে আবুধবাতি পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাওয়ার পরপরই টুইট করেন শেবাগ। সেখানে তিনি লিখেছেন, ‘কেউই আন্ডারডগ নয়। এমনকি সমর্থকরা যেমনটা চাইবে তেমনটাও সবসময় ঘটে না। তাদের অধিকাংশই অনুমান করেছিল এশিয়া কাপের ফাইনাল খেলবে ভারত এবং পাকিস্তান। কিন্তু বাংলাদেশ আজ ছিল সত্যিকার অর্থেই দুর্দান্ত। পাঁচ 'এম' মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ, মুস্তাফিজ এবং মিরাজ দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। আর দুর্ভাগ্য পাকিস্তানের। ’ অবশ্য এর বাইরেও একজন এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন। তিনি মাশরাফি বিন মর্তুজা। ম্যাচে তার অধিনায়কত্ব ছিল নজরকাড়া। যেটা ম্যাচ শেষ ধারাভাষ্যকার রজিম রাজা মুখ থেকেই শোনা গেছে। বার বার আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের বাইরে চলে গেলেও সতীর্থদের মনোবল দৃঢ় রাখতে আঙ্গুলে ব্যান্ডেজ নিয়েই পরক্ষণে মাঠে ফিরেছেন। নিজের সব ওভার শেষ করতে পারেননি। উইকেট একটাও নেই। তবে গড় রান ঠিক রেখেছেন। দুটি ক্যাচ নিয়েছেন। এর মধ্যে একটি তো ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ। তাও আবার পাকিস্তানের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান শোয়েব মালিকের। ওই সময় মাশরাফি ক্যাচটা না ধরতে পারলে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারতো।





আরো খবর