শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল, ১৪৪৫ | ১১:৪২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৮:৫৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

তবে কী দুবাই এবার মিরপুর হবে না!

চলমান এশিয়া কাপের নতুন সূচিতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি। হবারই কথা। কেননা এসিসির করা নতুন সূচিতে লাভবান হয়েছে ভারত আর বিড়ম্বনায় পড়েছে দর্শকরা। এছাড়াও নতুন সূচিতে গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারিত হওয়ার আগেই বাংলাদেশকে বি-২ এবং আফগানিস্তানকে বি-১ দল হিসেবে ধরা হয়েছে। এ কারণেই সুপার ফোরে বাংলাদেশের খেলায় আর মিরপুর হয়ে উঠছে না সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্টেডিয়াম। অথচ উদ্বোধনি ম্যাচের মতো টাইগারদের সমর্থন দিতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ২১ তারিখের টিকিট কেটে রেখেছিলেন প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু হঠাৎ পরিবর্তিত সূচিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার আপ যাই হোক না কেনো ২১ তারিখের সুপার ফোরো বাংলাদেশকে ভারতের বিপক্ষেই খেলতে হবে। ভারতের সব ম্যাচ দুবাইি এ নির্ধারণের কারণে বাংলাদেশকে এ ম্যাচ আবুধাবিতে নয়, খেলতে হবে দুবাইতে। আর আবুধাবিতে হবে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ। সমস্যাটি দেখা গেছে সেখানেই। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের কোন টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছেনা। সেখানে সব টিকিট ইতিমধ্যে পকেটে পুরে ফেলেছেন অন্যরা। নিজের দেশের খেলা রেখে এখন তাদের দেখতে হবে পাকিস্তান বনাম আফগানিস্তানের ম্যাচ! পূর্বে নিশ্চিত করা টিকিট বদলে দিবে কিনা বা সেই টিকিটের মূল্য ফেরত দিবে কিনা সে বিষয়ে কোন স্পষ্ট করে কিছু জানায়নি এসিসি। সে হিসেবে আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টাইগারদের হয়ে যেভাবে উল্লাসে ফেটেছিল গ্যালারি, যেভাবে দুবাইয়ে উড়েছিল লাল-সবুজের পতাকা সেভাবে হয়ত দেখা যাবেনা ভারত-বাংলাদেশ ম্যাচে। প্রসঙ্গত এবারের এশিয়া কাপের সূচি নিয়ে বিতর্ক প্রথম থেকেই চলছিল। সূচিতে ভারতের টানা দুই ম্যাচ দেখে ভারতকে টুর্নামেন্ট বর্জন করার পরামর্শ দিয়েছিলেন কেউ কেউ। এবার ভারতকে সুবিধা দিতে টুর্নামেন্টের মাঝপথে এমন সূচি পরিবর্তন আরেকবার বির্তকে পড়ল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের পরিবর্তিত সুপার ফোরের সূচি : ২১ সেপ্টেম্বর, শুক্রবার ভারত বনাম বাংলাদেশ (দুবাই) পাকিস্তান বনাম আফগানিস্তান (আবুধাবি) ২৩ সেপ্টেম্বর, রবিবার ভারত বনাম পাকিস্তান (দুবাই) বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি) ২৫ সেপ্টেম্বর, মঙ্গলবার ভারত বনাম আফগানিস্তান (দুবাই) ২৬ সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ বনাম পাকিস্তান (আবুধাবি) ২৮ সেপ্টেম্বর, শুক্রবার ফাইনাল (দুবাই) (সব ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে)





আরো খবর