সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ, ১৪৪৫ | ১১:০৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮ ০২:২৪:২৪ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

হাথুরুকে ভুলে গেছি: মাশরাফি

টাইগারদের সংবাদ সম্মেলনে সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেকে নিয়ে প্রশ্ন না ওঠা যেন অবধারিত। রাত পোহালেই হাথুরুর নতুন শিষ্যদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। তার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরুকে নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিকরা। ম্যাচের আগমুহূর্তে মাশরাফিরা কীভাবে দেখছে হাথুরুসিংহে এবং তার দলকে? টাইগার ক্যাপ্টেন মাশরাফি অবশ্য বিষয়টাকে এতটা সিরিয়ালি নিতে চান না। তিনি বললেন, ‘পেশাদার ক্রিকেটে এমন ঘটনা এটাই প্রথম না। সম্প্রতি যে কোচ ছিল তার মুখোমুখি হওয়া এই প্রথম না। আর সত্যি বলতে, আমরা এটা অনেক আগেই পেছনে ফেলে এসেছি। যখন তিনি চলে গেছেন, তার পরিকল্পনা আমরা পুরোটাই ভুলে গেছি। এখন যারা কোচ, তাদের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে তার ব্যাপারটা নিয়ে আর ভাবার সুযোগই নাই।' হাথুরুসিংহে যেহেতু বাংলাদেশের ক্রিকেটের নাড়ি-নক্ষত্র জানেন, তাই কিছুটা হলেও বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে মাশরাফি-সাকিব-তামিমদের জন্য। বিষয়টা স্বীকার করে নিয়ে মাশরাফি বললেন, হাথুরুসিংহের জন্যও শুক্রবারের ম্যাচটি চ্যালেঞ্জিং হবে। জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরুর পর নিশ্চয়ই এই ম্যাচটি তারা জিততে চাইবে। ম্যাশের ভাষায়, ‘চ্যালেঞ্জ আসলে সব জায়গাতেই থাকে। হাথুরুসিংহে যখন এখানে ছিল, তখন তার ওপরে এক রকম চ্যালেঞ্জ ছিল। হয়তো দক্ষিণ আফ্রিকায় আমরা পুরোটা হেরে আসার পর চ্যালেঞ্জটা আরও বেশি হতো। আরও উপভোগ্য হতো। তিনি থাকেননি, শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। এখন তার আরেক রকম চ্যালেঞ্জ। তিনি আরও বললেন, ‘আমাদেরও চ্যালেঞ্জ, যখন ছিল কথা তো সব আমরাই শুনেছি। চ্যালেঞ্জ তো সব সময় আমাদেরকেই নিতে হয়। এই চ্যালেঞ্জটা থাকছে, এখনও যে নাই তা না। আর আমরা এই টুর্নামেন্টটা যদি জিতিও পরের সিরিজে তো একই চাপ থাকবে। প্রত্যাশাও তৈরি হয়। বাংলাদেশের হয়ে খেললে এই চ্যালেঞ্জ থাকবেই। নতুন কিছু নয়।'





আরো খবর