রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০১:০২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭ ০১:৩৩:১২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

গেইল তাণ্ডবে শিরোপা জয়ে ঢাকার সামনে রানের পাহাড়

ঢাকা: বিপিএল'র শিরোপা জয়ের চূড়ান্ত পর্বে ঢাকার সামনে রানের পাহাড় দিয়েছে রংপুর। গেইল দানবের ঝড়ো ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করতে নেমে ২০৬ রান সংগ্রহ করে রংপুর। এর মধ্যে গেইল মাত্র ৬৯ বল খেলে সংগ্রহ করেন ১৪৬ রান। এছাড়া ম্যাক কালাম করেন ৪৩ বলে ৫১ রান। এখন জয়ের জন্য ঢাকাকে করতে হবে ২০৭ রান। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে শুরুতেই সাকিব আল হাসানের কাছে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লস। এই ধাক্কা সামলাতে গিয়ে কিছুটা খোলসে ঢুকে পড়ে ঢাকা। তবে ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম একটু অপেক্ষার পর চালিয়ে খেলতে শুরু করেন। পরে আর কোনও উইকেট হারাতে হয়নি রংপুরকে। আগের ম্যাচে জ্বলে উঠতে না পারা গেইল ফাইনালের মঞ্চে স্বরুপে ফিরেছেন। ৫৭ বলে ১০০ রান ক্রিস গেইল। ৩২ বলে ৩৩ রান নিয়ে তার সঙ্গে ব্যাটিং করছেন ম্যাককালাম। রংপুর রাইডার্স উইনিং কম্বিনেশন ভাঙেনি। ঢাকা ডায়নামাইটস একটি পরিবর্তন এনেছে। বিপিএল ফাইনালের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে তারা। ঢাকা ডাইনামাইটসের আগের ম্যাচেও ছিলেন না মোহাম্মদ আমির। পাকিস্তানী এই পেসার খেলছেন না ফাইনালেও। মোহাম্মদ সাদ্দামের বদলে পেস আক্রমণে খালিদ আহমেদকে নিয়েছে ঢাকা। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে সবার আগে ফাইনালে নাম লিখিয়েছে ঢাকা ডায়মাইটস। পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকতে না পারায় রংপুর রাইডার্সকে অবশ্য দুটি বাধা পেরিয়ে ফাইনালে আসতে হয়েছে। প্রথম এলিমিনেটরে তারা হারায় খুলনা টাইটান্সকে। আর দ্বিতীয় এলিমিনেটরে বিদায় করে দেয় তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।





আরো খবর