রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল, ১৪৪৫ | ০৮:৩৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৩:১৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মেসির রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনাল্ডো

একসময় ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণার আগে মাসজুড়ে চায়ের কাপে ঝড় উঠত। গত কয়েক বছরে সেই রোমাঞ্চ হারিয়ে যেতে বসেছে। কারণ বর্ষসেরা ফুটবলারের নাম আগেই ফাঁস হয়ে যায়! এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে প্যারিসের আইফেল টাওয়ারে শুরু হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। সেখানেই ঘোষণা করা হবে এ বছরের বর্ষসেরা ফুটবলারের নাম। কিন্তু তার আগেই স্প্যানিশ মিডিয়া ফাঁস করে দিয়েছে বিজয়ীর নাম। তাদের দাবি সঠিক হলে আজ ব্যালন ডি’অর ট্রফি উঠবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। মহানাটকীয় কিছু না ঘটলে চিরপ্রতিদ্বন্দ্বীর সেই রেকর্ডে আজ ভাগ বসাতে যাচ্ছেন রোনাল্ডো। এ বছর ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা রোনাল্ডো ব্যালন ডি’অর জিতেছেন চারবার। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগ ও স্প্যানিশ লীগ জিতিয়ে পঞ্চম ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ঢের এগিয়ে আছেন পর্তুগিজ সুপারস্টার। ব্যালন ডি’অরের পৃষ্ঠপোষক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এ বছর বর্ষসেরার দৌড়ে ৩০ জনকে মনোনয়ন দিয়েছে। এরমধ্যে সাতজনই রিয়াল মাদ্রিদের। বার্সেলোনা থেকে আছেন শুধু মেসি ও লুইস সুয়ারেজ। সময়ের আরেক সেরা খেলোয়াড় নেইমারও আছেন সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু দলীয় সাফল্যের সুবাদে রোনাল্ডোর জয় একরকম নিশ্চিত। স্প্যানিশ মিডিয়ার দাবি, রোনাল্ডোকে তার জয়ের খবর আগেই জানিয়ে দিয়েছে ফ্রান্স ফুটবল। পুরস্কার নিতে তাই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ জিনেদিন জিদানকে সঙ্গে নিয়েই প্যারিসের বিমান ধরবেন সিআর সেভেন।





আরো খবর