রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ১১:২৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ ০৬:৩৪:৩০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং পরামর্শক ভারতের মিঠুন

ঢাকা: আগামী মাসের শুরুতেই নিউজিল্যান্ডে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগে চলতি মাসের শুরুতে আফগানদের বিপক্ষে সিরিজে হারে বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশের যুবারা। তবে আফগানিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের পর বিসিবি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ভারতের মিঠুন মানহাসকে নিয়োগ দিয়েছেন। বিসিবি সূত্র বলছে, ২০১৮ এর জানুয়ারী-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত মিঠুনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দায়িত্ব নিয়ে মিঠুন মানহাস বলেন, ‘আসলে আপনি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ দেখেই ছেলেদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। ক্রিকেটে বাজে দিন যেতেই পারে। ছেলেদের হয়তো সেটিই গিয়েছে। দুশ্চিন্তার কিছু নেই। আশা করি সব ঠিক হয়ে যাবে।’ মিঠুন মানহাস আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংস, পুনে ওয়ারিয়র্সের হয়ে। ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং পরামর্শকও। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি মিথুন খেলেছেন বাংলাদেশের আবাহনী ও মোহামেডানের দলগুলোতেও। তাই পরিবেশ ও সংস্কৃতিগতভাবে জুনিয়র টাইগারদের সঙ্গে তার মিশতে কষ্ট হবে না। এমনটাই দাবি তার। এ নিয়ে মিঠুন বলেন, ‘আমি শুধু সামনের বিশ্বকাপই নয়, ক্রিকেটারদের জাতীয় দলের জন্যও প্রস্তুত করতে চাই। এ জন্য যে মানসিক শক্তির প্রয়োজন হবে সেটিরও যোগান দিতে হবে। আসলে একজন পরিপূর্ণ ক্রিকেটার হবার শর্তগুলো পুরণ করতে যা যা প্রয়োজন সেগুলোই ওদের জন্য করতে হবে আমাকে।’





আরো খবর