শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৬:০৭ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৫ মে ২০১৯ ১০:৪২:০৬ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

রেকর্ড গড়ে ধোনির পাশে মুশফিক

আরও একটি মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান সংগ্রহ করেছেন। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করার পথে পাঁচ হাজারি ক্লাবের সদস্য হন মুশফিক। আন্তর্জাতিক ওয়ানডেতে মুশফিক ২০৩টি ম্যাচ খেললেও উইকেটকিপার হিসেবে খেলেছেন ১৯১টি ম্যাচ। ১৯১টি ম্যাচে ১৭৮ ইনিংসে ৫০০০ রান পূর্ণ করেন মুশফিক। এই তালিকায় সবার ওপরে আছেন কিংবদন্তী উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। শ্রীলংকান সাবেকঅধিনায়ক সাঙ্গাকারা উইকেটকিপার হিসেবে ৩৬০টি ম্যাচ খেলে ৩৪০ ইনিংসে ১৩ হাজার ৩৪১ রান করেন। তার ঠিক পরেই আছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার ৩৪১ ম্যাচ খেলে ১০ হাজার ৫০০ রান করেন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি ২৮২ ম্যাচে ৯ হাজার ৪১০ রান সংগ্রহ করেন। ১৮৬ ম্যাচ খেলে ৫ হাজার ৮৪৫ রান করেন জিম্বাবুয়ের ফ্লাওয়ার।





আরো খবর