শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল, ১৪৪৫ | ০১:০৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ ০৩:৫৯:১৭ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

মিরাজকে ছোট থেকেই তৈরি করা হয়েছে : মাশরাফি

দেশের তো বটেই; বিশ্বের সেরা অধিনায়কদের অন্যতম মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে তো পাঁচ শিরোপার চারটিই তার দখলে। সেই মাশরাফি বিন মুর্তজা আজ হেরে গেলেন তরুণ অল-রাউন্ডার মেহেদী মিরাজের কাছে। রুদ্ধশ্বাস ম্যাচে আজ রাজশাহী কিংসের কাছে ৫ রানে হেরেছে মাশরাফির রংপুর রাইডার্স। ম্যাচ শেষে মিরাজের অধিনায়কত্বের প্রশংসা করে ম্যাশ বলেন, তাকে জাতীয় দলের নেতৃত্বের জন্য তৈরি করা হয়েছে। মিরাজকে ছোট থেকেই তৈরি করা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক বলেন, 'এটা (বিপিএলে নেতৃত্ব) অবশ্যই ওর জন্য অনেক ভালো। ও এখান থেকে যতটুকু শিখবে আন্তর্জাতিক ম্যাচে সেটা কাজে দেবে। শুধু আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বের জন্য না, এখান থেকে যেন সে নেতৃত্বটা নিতে পারে। এটা যত তাড়াতাড়ি নিতে পারে তত ভালো। ওর জন্য অবশ্যই এটা অনেক ভালো যে এসব ম্যাচে অধিনায়কত্ব করছে। ' অন্যদিকে মিরাজ তার 'মাশরাফি ভাই'য়ের বিপক্ষে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে বলেন, 'কখনো ভয় লাগেনি। দিন শেষে এটা একটা খেলাই। যারা ভালো খেলবে তারা জিতবে। অবশ্যই রংপুর ভালো দল। অনেক অভিজ্ঞ মাশরাফি ভাই। অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন বিপিএল ও অন্যান্য টুর্নামেন্ট। যারা আমরা জুনিয়র আছি, বিশ্বাস ছিল যে ফিরে আসতে পারব। জিততে পারব। এই আত্মবিশ্বাস দিয়েই আমরা জিতেছি। রান কিন্তু বেশি হয়নি আমাদের। ১৩৬ লক্ষ্য ছিল। আমাদের বিশ্বাস ছিল যে আমরা জিততে পারব, ঘুরে দাঁড়াতে পারব। এ কারণেই জিতেছি। ' মাশরাফির প্রশংসা নিয়ে মিরাজ বলেন, 'প্রতিদিনই এখানে একটু একটু করে উন্নতি করছি। অনেক দিন পর, প্রায় তিন বছর অধিনায়কত্ব করছি, সেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার পর। কিন্তু হয়তো তিন বছর বিরতি ছিল বলে বিপিএলের শুরুতে একটু সমস্যা হয়েছে। আস্তে আস্তে আমার মাথা খুলছে (অধিনায়কত্বের)। সিদ্ধান্ত আরও ভালো হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করছি। আরও যত ম্যাচ খেলব, আমার মাথা আরও খুলতে থাকবে। '





আরো খবর