শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ | ০৩:৫২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ ১২:৪৯:০৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

পৃথিবীতে প্রাণের উপাদান এনেছিল গ্রহাণু!

পৃথিবীতে প্রাণের সৃষ্টি নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান হিসেবে বলা হয় শর্করাকে। কিন্তু নাসার সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই শর্করাই পৃথিবীতে ছিল না? গ্রহাণু থেকেই প্রাণের জন্ম হয়েছিল পৃথিবীতে। বহু কোটি বছর আগে পৃথিবীকে খুব জোরে ধাক্কা মেরে সেই শর্করাই এই গ্রহে ফেলে দিয়েছিল কোনো গ্রহাণু। ক্যালিফোর্নিয়ায় নাসার এইমস রিসার্চ সেন্টারের এক গবেষকদল এই তথ্য দিয়েছেন। তাদের গবেষণাপত্রটি বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল 'নেচার কমিউনিকেশন'এর সাম্প্রতিক সংখ্যায়। নাসার বিজ্ঞানীরা গবেষণাগারে কৃত্রিম ভাবে মহাকাশের পরিবেশ সৃষ্টি করেছিলেন। সেই পরিবেশে সহজেই সেই শর্করা বানাতে পেরেছেন। আর তাতেই তারা ধারণা পেয়েছেন নতুন এই আবিস্কার সম্পর্কে। ►কোন ধরনের শর্করা প্রাণের প্রাথমিক উপাদান? প্রাণের জন্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান শর্করা প্রকৃতিতে থাকে বিভিন্ন রূপে। তারাই জীবদেহের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। '২-ডিঅক্সিরাইবোজ' হল তেমনই একটি শর্করা। যা ডিএনএ (জিনের কার্যকরী একক) তৈরির গুরুত্বপূর্ণ উপাদান। বলা ভাল, প্রাথমিক উপাদানও। ►গবেষণাগারেই বানানো হয়েছিল মহাকাশ মহাকাশকে আমরা অনন্ত শূন্য মনে করলেও, আদৌ তা নয়। দুটি মহাজাগতিক বস্তুর মধ্যে থাকে একটি 'ইন্টারস্টেলার মিডিয়াম'। যা ভরা থাকে ধুলোবালি আর গ্যাসের মিশ্রণে। আর সেই মাধ্যমের ঘনত্বও খুব বেশি নয়। নাসার অ্যাস্ট্রোকেমিস্ট্রি গবেষণাগারে ঠিক সেই রকম পরিবেশই কৃত্রিমভাবে তৈরি করেছিলেন বিজ্ঞানীরা। পরম শূন্য তাপমাত্রায় (মাইনাস ২৭৩ ডিগ্রি সেলসিয়াস) থাকা একটি অ্যালুমিনিয়াম পাত্রে রাখা হয়েছিল পরীক্ষায় ব্যবহৃত নমুনা পদার্থটি। কারণ, সেটাই মহাকাশের গড় তাপমাত্রা। তা রাখা হয়েছিল একটি 'কসমিক চেম্বারে'। সেই কসমিক চেম্বারে একটি পাইপের মাধ্যমে পাঠানো হয়েছিল গ্যাসীয় অবস্থায় থাকা মিথানল (মিথাইল অ্যালকোহল) ও জলীয় বাস্পের মিশ্রণ। ►কী ফলাফল পেয়েছেন নাসার বিজ্ঞানীরা? বিজ্ঞানীরা দেখেছেন, পরম শূন্য তাপমাত্রার জন্য অ্যালুমিনিয়াম পাত্রে রাখা ওই নমুনার উপর বরফের আস্তরণ পড়লেও অতিবেগুনি রশ্মি (আলট্রা-ভায়োলেট রে) সেই বরফকে গলিয়ে দিয়েছে। তৈরি করেছে '২-ডিঅক্সিরাইবোজ' শর্করা। শুধু তাই নয়, সেখানে তৈরি হয়েছে শর্করাজাত আরও কয়েকটি পদার্থ। পরীক্ষার এই ফলই চমকে দিয়েছে বিজ্ঞানীদের। ►পরীক্ষায় কেন ব্যবহৃত হলো অতিবেগুনি রশ্মি? মহাকাশের অতিবেগুনি রশ্মি রাসায়নিক প্রক্রিয়ায় প্রভাব ফেলে। তাই অ্যালুমিনিয়াম পাত্রে রাখা নমুনার উপরে লাগাতার ফেলা হয়েছিল অতিবেগুনি রশ্মি। মহাকাশের যে পরিবেশে ওই রাসায়নিক বিক্রিয়া হয়, ঠিক সেই পরিবেশটাই গবেষণাগারে তৈরি করতে। নাসার অ্যাস্ট্রোকেমিস্ট্রি গবেষণাগারের বিজ্ঞানী স্কট স্যান্ডফোর্ড বলেছেন, 'মহাকাশ যদি প্রাণ সৃষ্টির প্রয়োজনীয় উপকরণ নিজেই তৈরি করে নিতে পারে, তা হলে আমাদের বানানো মহাকাশের মতো পরিবেশে তা কেন তৈরি হতে পারবে না? গত দু'দশক ধরে এই প্রশ্নটাই আমরা নিজেদের করে এসেছি। আর তার জবাবটা এ বার পেয়ে গিয়েছি। ' ►পৃথিবীতে প্রাণের জন্ম নিয়ে যত ধারণা পৃথিবীতে কী ভাবে প্রাণ এসেছে, তা নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। প্রচুর গবেষণার পরেও বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে বলতে পারেননি, হ্যাঁ, এই ভাবেই প্রাণের জন্ম হয়েছিল আমাদের গ্রহে। প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান পৃথিবীতেই ছিল, নাকি তা অন্য কোনো মহাজাগতিক বস্তু থেকে এসেছিল, তা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। একটি গুরুত্বপূর্ণ মতবাদ থেকে জানা যায়, প্রাণ সৃষ্টির উপাদানের সঠিক মিশ্রণ এই গ্রহেই ছিল। আর সেটাই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে। এই মিশ্রণের ক্ষেত্র বা ধারক হিসাবে ধরা হয় সমুদ্রের উষ্ণ জল বা কোনো উষ্ণ প্রস্রবনকে। অন্য একটি গুরুত্বপূর্ণ মতবাদ বলছে, কোনো গ্রহাণু বা ধূমকেতু থেকেই এই গ্রহে এসেছিল প্রাণ সৃষ্টির প্রয়োজনীয় উপাদান। নাসার বিজ্ঞানীদের ভোট দ্বিতীয় মতবাদের পক্ষে! তাদের মতে, আছড়ে পড়া গ্রহাণু-ধূমকেতুদের কারণেই প্রাণ সৃষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয় শর্করাজাতীয় উপাদানে এক সময় ভর্তি হয়ে গিয়েছিল পৃথিবীর পিঠের উপরিভাগে। সেই সব উপাদানই উপযুক্ত আবহাওয়ায়, জলের সংস্পর্শে এসে ডিএনএ বা আরএনএ তৈরির প্রাথমিক উপাদান- '২-ডিঅক্সিরাইবোজ' শর্করা তৈরি করেছে।





আরো খবর