বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০৮:৫৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ ০৮:৩০:১২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ অর্ধশত নেতাকর্মী আহত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছাত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। এসময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের শ্রদ্ধা জানানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল।

পরে সাংবাদিকদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও চেয়ারপারনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, এই কর্মসূচির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আগ থেকে অনুমতি ছিলো। কিন্তু আজ আমাদের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে ডুকতেই পুলিশ প্রথমে অতর্কিতভাবে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে গুলি ছুড়ে।

 

 






আরো খবর