বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আওয়াল, ১৪৪৬ | ১২:৫৭ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ০১:৩২:৫৫ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

পাবনা-৪ উপনির্বাচন থেকে সরে দাঁড়াল বিএনপি

পাবনা-৪ আসনে উপ-নির্বাচনে পুনরায় ভোট দাবী করেছে বিএনপি। বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ফেইসবুক লাইভে এসে বলেন, ভোটই হয়নি বর্জন করব কি? ভোট হলে তো বর্জনের প্রশ্ন আসত। তিনি দাবী করেন, প্রতিটি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষের লোকজন দখলে নিয়ে ব্যালটে সীল দিচ্ছে। বানোয়াট মামলা দিয়ে ভোটের আগের দিন বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আতঙ্ক তৈরি করেছে। তাঁর প্রধান নিবাচনী এজেন্টের বিরুদ্ধেও মামলা দিয়েছে।

বেলা ১২টায় তাঁর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার পাবনা-৪ আসনে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন। তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাই এ নির্বাচন বাতিল দাবী করে পুনরায় ভোট গ্রহণের দাবী জানান তিনি।

আজ শনিবার সকাল থেকে ভোট গ্রহন শুরু হয় পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে।

ভোট কেন্দ্র গুলোতে গিয়ে দেখা গেছে, ভোটারের উপস্থিতি নেই। ভোটকেন্দ্র রীতিমত জনশূন্য।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার দুই দিন আগে পাবনা গিয়ে বলেছিলেন, এ উপ-নির্বাচনে রাতে ভোট হওয়ার সুযোগ থাকবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায়ই বলে থাকেন, গণতন্ত্রে বিশ্বাসী দল হিসাবে বিএনপি ভোটে অংশ নেয়। ভোটের মাধ্যমেই পরিবর্তন আনা হবে।






আরো খবর