শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৮:০৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

ফরিদপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

এহসান রানা , ফরিদপুর

ফরিদপুর আসন্ন জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর জেলা পরিষদের নির্বাচনে মনোনয়পত্র যাচাই-বাছাই এর দিন ধার্য ছিল। ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের রিটার্নিং অফিসার নওয়াবুল ইসলাম জানান, জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে আয়-ব্যয় রিটার্ন দাখিলে স্বাক্ষর না থাকা ও ঋণখেলাপির কারণে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম মিয়ার মনোনয়পত্র বাতিল করা হয়েছে। তিনি জানান, এ নির্বাচনে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের শামসুল আলম ভোলা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ। আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩ অক্টোবর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। বিএনপির প্রার্থী সেলিম মিয়া তার ফেসবুক আইডিতে স্টাটাস দিয়ে জানান , তিনি কোন ঋণ খেলাপি নন।






আরো খবর