মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১, ২১ রজব, ১৪৪৬ | ০২:০৭ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১০ জুলাই ২০২১ ১০:৩৪:০১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৭৯ জন। তাদের মধ্যে একজন ঢাকার বাইরে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

সরকারি তথ্যমতে, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৯৪ জন। চলতি বছরে এ পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে ডেঙ্গুতে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে, গত ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ঢাকা শহরের এক হাজার ১২টি বাড়িতে জরিপ চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০৭টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। সংস্থাটি বলছে, জুন নাগাদ ডেঙ্গু রোগী অনেক বেড়েছে।






আরো খবর