শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৯:১২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ১০:৫২:১৭ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

নির্বাচনে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় আমি উদ্বিগ্ন: ইসি মাহবুব

পৌরসভা নির্বাচনে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেছেন, নির্বাচনে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনায় আমি উদ্বিগ্ন। 

পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্দেশে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, নির্বাচনকালে আপনাদের হাতে যে অপরিমেয় ক্ষমতা আছে, তা প্রয়োগ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ কেন নিশ্চিত করা যাবে না- তা আমার বোধগম্য নয়। পাশাপাশি একথাও বলে দিতে চাই, নির্বাচনের দায়িত্বপালনে কারও কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা)’ নীতিতে বিশ্বাসী।

আজ বুধবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৯টি পৌরসভার নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক, এসপি, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইন মিটিংয়ে এসব কথা বলেন। 

এসব পৌরসভায় চতুর্থ ও পঞ্চম ধাপে ভোট হবে। এ সভায় নির্বাচন কমিশনে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ অংশ নেন। ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এই সভা সঞ্চালনা করেন। এতে রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকেরা তাদের প্রস্তুতি ও সমস্যা তুলে ধরেন। 






আরো খবর