সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জিলকদ, ১৪৪৫ | ০৯:৪৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৫ ডিসেম্বর ২০১৯ ১০:২৭:৫৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

ভোটার কার্ড-পাসপোর্টই নাগরিকত্বের প্রমাণ: ভারতীয় আদালত

গোটা ভারত যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড়, ঠিক তখনই নাগরিকত্বের প্রমাণ স্বরূপ ভোটার কার্ড আর পাসপোর্টকে গ্রহণযোগ্যতা দিলেন মুম্বাইয়ের একটি নিম্ন আদালত। জানা গেছে, ২০১৭ সালে মুহম্মদ মোল্লা (৫৭) ও সাইফুল (২৩) নামে দুজনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সম্পর্কে বাবা-ছেলে মোল্লা ও সাইফুলকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আদালতে অভিযোগ করে পুলিশ। পুলিশের দাবি, ওই দুজন বাংলাদেশি ভাষাতে কথা বলেন এবং তারা এমন কোনও নথি দেখাতে পারেননি, যাতে প্রমাণিত হয় তারা ভারতীয়। কিন্তু আদালতে দুজনেই ভারতীয় পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জমা দেন। এরপরই আদালত জানান, পাসপোর্ট থাকাই যথেষ্ট সাইফুলের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে। একইভাবে ভোটদানের ক্ষমতা প্রদান করে ভোটার আইডি কার্ডও দেশের নাগরিক হিসেবে প্রমাণের যথেষ্ট নথি হিসেবে গ্রাহ্য। সচেতন মহলের অভিমত, নতুন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা ভারতে যখন বিতর্ক তৈরি হয়েছে, সেই মুহূর্তে মুম্বাইয়ের আদালতের এই অনুধাবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র: এই সময়





আরো খবর