মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জিলকদ, ১৪৪৫ | ১০:৩২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৫ ডিসেম্বর ২০১৯ ০৮:০৫:৫৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আগুনে ১০ দোকান পুড়লেও অক্ষত কোরআন শরিফ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাজারে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই বাজারে একটিলাইব্রেরিতে পবিত্র কোরআন শরিফে আগুন লাগলেও ভেতরের লেখা অক্ষত রয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তামাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তামাট বাজারের দুলালের সেলুনের পল্লী বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে বইয়ের লাইব্রেরি, রড সিমেন্ট, ওষুধের দোকান, কাপড়ের দোকানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ভালুকা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ১০ দোকানের ২০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে মাওলানা আলাউদ্দিনের লাইব্রেরিতে থাকা পবিত্র কোরআন শরিফে আগুন লাগলেও ভেতরের লেখা অক্ষত রয়ে যায়। ক্ষতিগ্রস্ত চা-স্টলের মালিক নজরুল ইসলাম জানান, আমার দোকানের টিভি, স্পিকারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন রাস্তার ফকির হয়ে গেলাম। এখন থেকে কী দিয়ে যে সংসার চালাব মাথায় আসছে না। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাকিবুল হাসান জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ঘটেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। এতে ২০ লাখ টাকা ক্ষতি হলেও ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।





আরো খবর