রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল, ১৪৪৫ | ১২:১২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২২ এপ্রিল ২০১৯ ০৪:১১:৪২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃংখলা রক্ষায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো: আসাদুজ্জামান খান কামাল। শ্রীলংকায় নাশকতায় বহু মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশ মর্মাহত বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রবিবার বিকালে কুমিল্লায় নবনির্মিত ‘চান্দিনা থানা ভবন’ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার জঙ্গীবাদ যেমন কঠোরভাবে দমন করতে সক্ষম হয়েছে, তেমনি মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মো: আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এই অনুষ্ঠানে বলেন, এদেশের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠনাদি পালন করা হয়। চান্দিনা থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আরো খবর