শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ০৬:২২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২৭ মার্চ ২০১৯ ০৫:৪৩:৩১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই জলদস্যু নিহত

কক্সবাজারের পেকুয়ায় এলিট ফোর্স র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই জলদস্যু নিহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি ৮টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে নিহত দুই জলদস্যুকে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে পেকুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। আজ বুধবার ভোর চারটার দিকে সমুদ্র উপকূলীয় এলাকা পেকুয়ার মগনামা ঘাটের বাজারের কাছে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। র‌্যাব জানিয়েছে, বন্দুকযুদ্ধে নিহত দুইজনের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে তারা পেকুয়া বা আশপাশের এলাকার সন্দেহভাজন জলদস্যু হতে পারে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য র‌্যাব কাজ করছে। র‌্যাব-৭ চট্টগ্রামের নিয়ন্ত্রণাধীন কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ ও কম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, ‘সমুদ্র উপকূলে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর গোপনে পেয়ে র‌্যাব আজ বুধবার ভোরে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে একদল জলদস্যু। পাল্টা জবাবে র‌্যাবও গুলি চালায়। বেশকিছুক্ষণ ধরে উভয়পক্ষে চলে বন্দুকযুদ্ধ। এতে ঘটনাস্থলে সন্দেহভাজন দুই জলদস্যু নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪টি ওয়ান শুটার গান, ৩টি এসবিবিএল, ১টি ডিবিবিএল ও ২৬ রাউন্ড গুলি। ’ র‌্যাবের কম্পানি কমান্ডার আরো বলেন, এ ব্যাপারে পেকুয়া থানায় পৃথক তিনটি মামলা রুজু করার প্রস্তুতি চলছে। নিহত দুইজনের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়ানতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ’





আরো খবর