শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ০৬:১১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ০৬:৩১:৩৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

টেকনাফে রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ সাদেক (৩৫)। মঙ্গলবার সকাল ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরসংলগ্ন পাহাড়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানতে পারেনি পুলিশ। জানা গেছে, নিহত সাদেক নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে হামলার আসামি নুরুল আলমের সহযোগী ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন নুরুল আলম। নিহত সাদেক নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ জলিলের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র, হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, উদ্ধার করা লাশের হাতে ও বুকে বেশ কয়েকটি গুলির চিহ্ন দেখা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে হামলার আসামি নিহত নুরুল আলমের (৩৫) সহযোগী ছিলেন মোহাম্মদ সাদেক।





আরো খবর