শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৮:৩৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৪ মার্চ ২০১৯ ০২:৪৯:০৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

নতুন পশু -পাখি দেখতে ভিড়

ঢাকার মিরপুর চিড়িয়াখানা থেকে আট বছর পর রংপুর চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থায় চার প্রজাতির ১১টি পশু-পাখি আনা হয়। নতুন এসব প্রাণীর মধ্যে রয়েছে এক জোড়া গাধা, একটি মাদি ঘোড়া, তিন জোড়া এমু ও এক জোড়া উটপাখি। এসব প্রাণী ও পাখি দেখতে চিড়িয়াখানাটিতে দর্শনার্থীরা ভিড় করছেন। সংশ্লিষ্টরা জানান, গত ৯ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইসুল আলম ম-ল রংপুর চিড়িয়াখানা পরিদর্শনে আসেন। এ সময় তিনি প্রাণী সংকট দেখে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি পুরুষ বাঘ, জিরাফ, মাদি গাধা, উল্লুক, এমু, উট, কালেম ও মদনটাক পাখির তালিকা তৈরি করে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। পরে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে এসব প্রাণী সরবরাহের জন্য অনুরোধ করেন। রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মো. জসিম উদ্দিন বলেন, নতুন পশু-পাখি আনার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল। তবে প্রতিশ্রুতি অনুযায়ী এখনো বাঘ, জিরাফ, উল্লুকসহ অনেক প্রাণী আসেনি। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই এসব প্রাণী সরবরাহ করা হবে। উল্লেখ্য, ১৯৮৯ সালে রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানার কার্যক্রম শুরু হয়। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯১ সালের ১৪ সেপ্টেম্বর। এখানে থাকা উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে একটি করে বাঘ, জলহস্তী, কেশোয়ারি, ঘোড়া, দুটি সিংহ, অজগর ও হরিণ অন্যতম।





আরো খবর