শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ০২:৪৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৩ মার্চ ২০১৯ ০৪:২১:১০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সড়কে নামলেই দুর্ঘটনার ভয়, ২৪ ঘণ্টায় ১৮ মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছেই না। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৮ জন নিহত হয়েছে। এর মধ্যে বরিশালে বাস-মহেন্দ্রর সংঘর্ষে শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছে। দেশের ১২ জেলার এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৪ জন। বিস্তারিত কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবরে— বরিশাল : গতকাল সকাল ৯টায় বরিশাল-বানারীপাড়া সড়কের তেঁতুলতলায় বাস ও মহেন্দ্রর (টেম্পোসদৃশ) সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) গণিত বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী শীলা হালদার (২৪), নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশাচালক খোকন (৩৫), কাশিপুরের গণপাড়া এলাকার বাসিন্দা মহেন্দ্রচালক সোহেল (২৫), বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার সাগরপার এলাকার মোখলেস হাওলাদারের স্ত্রী পারভীন (৩৫) ও মাধবপাশা এলাকার মেহেরুননেছা (৫০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহেন্দ্রটি যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে বানারীপাড়াগামী দুর্জয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্রী শীলার মৃত্যু হয়। বরিশাল বিমানবন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মহেন্দ্র পুলিশ হেফাজতে আছে। তবে বাসচালক ও তাঁর সহকারীকে আটক করা সম্ভব হয়নি। আগৈলঝাড়া (বরিশাল) : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের মেজর এম জলিল সেতুর ওপর একটি প্রাইভেট কারের ধাক্কায় দীপ কর্মকার (১২) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ উজিরপুর পৌর এলাকার গোপালের ছেলে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী আবু নাইম (২৭) নিহত হয়েছেন। গতকাল সকালে মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে কর্মস্থলে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : মদনপুর-কুড়িল বাইপাস সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক শরিফ মিয়া (২৪) নিহত হয়েছেন। গতকাল বিকেলে কাঞ্চন মায়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফ মিয়া কাঞ্চন পৌরসভার তাড়াইল এলাকার আাালীমদ্দিনের ছেলে। নরসিংদী : বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয়ের এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল (জয়পুরহাট) : উপজেলার সুহলী গ্রামের এমদাদুলের মোটরসাইকেলের ধাক্কায় আব্বাস আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিবপুর-গোপীনাথপুর সড়কের পাঁচুইল তিন মাথা চাতাল মোড়ে এ ঘটনা ঘটে। মাগুরা : মাগুরা-যশোর সড়কের মঘি এলাকায় গতকাল ভোরে একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক আবুল হোসেন (৩০) নিহত হন। আহত হন পাঁচজন। নিহত আবুল হোসেনের বাড়ি গোপালগঞ্জে। মাগুরা থানার এসআই লিটন জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুল্যান্সটি খুলনার ডুমুরিয়ায় যাচ্ছিল। শিবালয় (মানিকগঞ্জ) : গতকাল ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় গাড়ির ধাক্কায় একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকচালকের সহকারী পাইকু মিয়া (৩৮) নিহত হন। চাটমোহর (পাবনা) : পুত্রবধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে আলাউদ্দিন প্রামাণিক (৪৮) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চাটমোহর-পাবনা সড়কের বাইপাস ভাদড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের সুলতান প্রামাণিকের ছেলে। মেহেরপুর : মুজিবনগরে গরুবোঝায় লাটা হাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত মিনি ট্রাক) নিয়ন্ত্রণ হারিয়ে চালক মিজানুর রহমান নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কেদারগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া-মির্জাপুর আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সুধির চন্দ্র মনিদাস (৪০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। গতকাল সকালে বালিয়া কালিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট : সিলেট নগরের আম্বরখানা এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় দেবাশীষ দেব পিনাক (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পিনাক নগরের ৮৫/৩ উদ্দীপন মিরবাজার এলাকার যশমন্ত দের ছেলে। তিনি সিলসিলা ডেকোরেটরের ব্যবস্থাপক ছিলেন। রাজশাহী : সুন্নতে খতনার দাওয়াত খেতে গিয়ে গোদাগাড়ীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে নূর হোসেন নূর (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কাঁকনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের ফারুকের ছেলে। বাগেরহাট : গতকাল রাত ৮টার দিকে বাগেরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। রামপাল উপজেলার তেতুলিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ক্লিনিক ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





আরো খবর