শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ, ১৪৪৫ | ০৬:০২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ ০২:১১:২৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ্বযাত্রী ১০০ জনে সম্মত সৌদি

২০১৯ সালের হজ্ব মৌসুমে পূর্বের নির্ধারিত এজেন্সি প্রতি ১৫০ জন থেকে নামিয়ে ১০০ জনে সম্মতি দিয়েছে সৌদি হজ্ব এবং ওমরাহ মন্ত্রণালয়। এছাড়াও মিনায় দ্বিতল খাট ব্যবস্থা বাতিলসহ বাংলাদেশি হজ্বযাত্রী কোটা বৃদ্ধির আশ্বাস দিয়েছে সৌদি আরব। রবিবার বিকাল ৩ টার দিকে মক্কায় সৌদি হজ্ব এবং ওমরাহ মন্ত্রণালয়ে সৌদি আরবের হজ্ব ও ওমরাহ ড. সালেহ মোহাম্মদ বিন তাহের বেনতেনের সঙ্গে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি হজ্ব এজেন্সি মালিকদের সংগঠন ‘হজ্ব এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (হাব) মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম। এম শাহাদাত হোসেন তসলিম বলেন, মিনায় দ্বিতল খাট দেয়ার সিদ্ধান্ত বাতিল, এজেন্সি প্রতি হজ্বযাত্রী ১৫০ জন থেকে কমিয়ে ১০০ জন করা, বাংলাদেশি হজ্বযাত্রীদের কোটা বৃদ্ধি সহ বৈঠকে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দুদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এসব সিদ্ধান্তকে ধর্ম প্রতিমন্ত্রী সফলতা হিসেবে মনে করেন। বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, ধর্ম সচিব আনিসুর রহমান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, কাউন্সিলর (হজ্ব) মোহাম্মদ মাকসুদুর রহমান, কনসাল (হজ্ব) আবুল হাসান, হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম। এছাড়াও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, ইসলামিক বিষয়ক মন্ত্রী, ওয়ার্ল্ড মুসলিম লীগ, রাবেতা আল আলম আল ইসলামী, ইসলামিক উন্নয়ন ব্যাংক, পবিত্র মসজিদ আল হারামের গ্র্যান্ড ইমাম, মোয়াসসাসা কর্তৃপক্ষ, মদিনার আদিল্লার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্দেশে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে সৌদি আরব সফরে রয়েছে। সফরকালে হজযাত্রীর কোটা বৃদ্ধি, এজেন্সি প্রতি হজযাত্রীর সর্বনিম্ন সংখ্যা কমানো, মিনা আরাফা মুজদালিফায় হজযাত্রীদের সেবা নিশ্চিতকরণসহ অন্যান্য বিষয়ে আলোচনার কথা রয়েছে।





আরো খবর