শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ, ১৪৪৫ | ০৫:৪৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ ০২:০৬:৩০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ছিনতাইয়ের চেষ্টা হওয়া বিমানের ক্রু সাগর আহত

ছিনতাইয়ের চেষ্টা হওয়া ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি-১৪৭ এ ক্রু আহত হয়েছেন বলে জানা গেছে। বিমানের ওই ক্রুর নাম সাগর। সূত্র জানায়, বিমানটি রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে। এরপর সন্দেহভাজ ছিনতাইকারীকে বিমানের ভেতরে রেখে কর্ডন করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিমানে যাত্রীদের মধ্যে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিমানটির ডানা দিয়ে নামিয়ে আনা হয়। তবে বিমান থেকে পাইলট, ফার্স্ট অফিসার ও যাত্রীরা নিরাপদে নেমে গেলেও ভেতরে দুই ক্রুকে আটকে রাখে সন্দেহভাজন অস্ত্রধারী ব্যক্তি। এসময় গুলির শব্দ শোনা যায় বলে অনেকে জানান। পরে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী ব্যক্তিকে রাতে আটকের পর সাগর নামে ওই বিমানের এক ক্রু-কে আহত অবস্থায় উদ্ধার করা হয়। বিমানের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, বিমানের ওই ক্রুর নাম সাগর। তিনি আহত হয়েছেন। তবে ফ্লাইটের যাত্রী সবাই নিরাপদে আছেন। তাদের টার্মিনাল ভবনে নিয়ে আসা হয়েছে। পাইলট নিরাপদে প্লেনটিকে অবতরণ করানোর পর কমান্ডো সোয়াত টিম রানওয়েতে পৌঁছে সেই ‘সন্দেহভাজন’কে আটক করতে সক্ষম হয়। সূত্র জানায়, ‘সন্দেভাজন’ ওই যাত্রীর আবদার ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দিলে তিনি ধরা দেবেন। পরে তার কথামতো সাড়া দিয়ে কৌশলে তাকে আটক করে কমান্ডো টিম।





আরো খবর