বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ০২:৩৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ ০৭:৪৫:৩৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সব খাল দখলমুক্ত করা হবে : সাঈদ খোকন

রাজধানীর সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, বর্তমানে এক ইঞ্চি খালও দখল করতে দেওয়া হবে না। এসব খালে নৌযান চলাচলেরও ব্যবস্থা করা হবে। রাজধানীর খাল দখলমুক্তকরণের অংশ হিসেবে আজ সোমবার রাজধানীর ধোলাইপাড় এলাকার কুতুবখালী খালের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র। এ সময় তার সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমডোর শেখ জাহিদসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএসসিসি মেয়র বলেছেন, খাল দখলদাররা যে মতাদর্শের লোকই হোক না বা যে দলেরই হোক না কেন তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। মেয়র বলেন, এ খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করতে চাই। উদ্ধারকৃত খাল দিয়ে যেন জলযান চলতে পারে সেই ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়র। ।





আরো খবর