রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ১১:০৭ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ০৮:০৪:১৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

কমলাপুরে স্টেশনে অগ্নিকাণ্ড রেল চলাচলে প্রভাব ফেলবে না

কমলাপুর রেলওয়ে স্টেশনে বুধবার রাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে রেল চলাচলে কোনোরকম সমস্যা হবে না বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বুধবার কম্পিউটার বেজড ইন্টার লকিং সিস্টেমে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা রাত ১টায় মেরামত করে রেলওয়ের কার্যক্রম পুরোপুরি চালু করা হয়েছে। ফলে রেল চলাচলে সমম্যা নেই। কোনো ট্রেনে শিডিউল বিপর্যয়ও নেই। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রেলস্টেশনের মূল ভবনের দোতলায় অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে (রিলে রুম) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে কমলাপুর স্টেশনে ট্রেন আগমন ও বহির্গমনে ম্যানুয়ালি কাজ চালানো হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশনা প্রদান করেন। পরে সংশ্লিষ্টদের তৎপরতায় রাত ১টার মধ্যেই মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্টদের রেলমন্ত্রী ধন্যবাদ জানান।





আরো খবর