শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৮:২৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ ০৫:২৬:০২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন চেয়ে ইসিকে আইনি নোটিশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবিতে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু। বৃহস্পতিবার তিনি রেজিস্ট্রি ডাকযোগে নির্বাচন কমিশনে চিঠিটি পাঠান। চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে উল্লেখ করা হয় চিঠিতে। আইনি নোটিশে বলা হয়েছে, সারা দেশে নির্বাচনী প্রচারে বিভিন্ন সহিংসতা ও হামলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী এবং ইসি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের প্রার্থীদের সহযোগিতা করার অভিযোগও উঠেছে। এমতাবস্থায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অনতিবিলম্বে দেশব্যাপী বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ করা হয়েছে চিঠিতে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারদলীয় প্রার্থীদের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ উঠায় তাদের রদবদল করার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ইসিকে ভূমিকা রাখার দাবি জানানো হয়েছে আইনি নোটিশে।





আরো খবর