শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল, ১৪৪৫ | ০৩:১৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৮ নভেম্বর ২০১৮ ০৩:৫৫:৩৫ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

চার রোহিঙ্গাকে গুলি করেছে মিয়ানমার পুলিশ

রাখাইনের পশ্চিমাঞ্চলে চার রোহিঙ্গাকে গুলি করে আহত করেছে মিয়ানমারের পুলিশ। রোববার আহ নাউক ইয়ে রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাখাইনের রাজধানী সিতওয়ে থেকে ১৫ কিলোমিটার দূরে রোহিঙ্গা আশ্রয় শিবিরটিতে প্রায় ২০ পুলিশ প্রবেশ করে। এসময় তারা শুক্রবার ১০৬ রোহিঙ্গাকে সাগরপথে পাচারে ব্যবহৃত একটি নৌকার দুই মালিককে আটক করে। মাউং মাউং নামে প্রত্যক্ষদর্শী ২৭ বছরের এক রোহিঙ্গা জানান, গুলিতে দুজন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। রয়টার্সকে তিনি টেলিফোনে বলেন, ‘তাদেরকে দেখার জন্য লোকজনকে শিবির থেকে বের হয়েছিল। পুলিশকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। মিয়ানমারের পুলিশ দাবি করেছে, রোহিঙ্গারা তলোয়ার নিয়ে তাদের ঘিরে রেখেছিল এবং তাদের প্রতি পাথর ছুড়েছিল। ওই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পুলিশের পরিদর্শক থান হতে বলেন, ‘আমি শুনেছি শিবিরের বাঙালিরা গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং পুলিশ সতর্কতার জন্য গুলি ছুড়েছিল। প্রসঙ্গত মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাঙালি হিসেবে আখ্যায়িত করে। তবে মাউং মাউং পুলিশের এ দাবি মিথ্যা দাবি করে জানিয়েছে, পুলিশ শিবিরে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি করেছে, ফাঁকা গুলি করেনি।





আরো খবর