শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল, ১৪৪৫ | ১২:৩১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ ০৬:০১:৩৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে একজন নিহত, দগ্ধ ৪

ফের গ্যাস দুর্ঘটনার ঘটনা ঘটল রাজধানীতে। এবার রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একজন নিহত হয়েছেন ও একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ড বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে বলেন, ধলপুর সিটি কর্পোরেশনের কোয়ার্টারে থাকতেন তারা। তারা সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, সে বাড়িতে গ্যাস লিকেজ ছিল। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে একজন নিহত হন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস চারটি ইউনিট পাঠায়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।





আরো খবর