শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৭:৪০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১১ নভেম্বর ২০১৮ ০৯:৫৩:২০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

নির্বাচনে বিরোধীদের জন্য কি সমতল মাঠ তৈরি হয়েছে, প্রশ্ন সুলতানা কামালের

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল আওয়ামী লীগের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, সরকার কি বিরোধী দলগুলোর জন্য নির্বাচনী মাঠ সমতল করতে পেরেছে। আজ সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে সুলতানা কামাল এ প্রশ্ন করেন। ওই টকশোতে আরও ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মাহমুদুর রহমান মান্না ও মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে উদ্দেশ্যে করে বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরী আমার অত্যন্ত প্রীতিভাজন ব্যক্তি, তাঁর সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো। তিনি কি (ইকবাল সোবহান চৌধুরী) বুকে হাত দিয়ে বলতে পারবেন, সম্ভাব্য নির্বাচনে যারা সরকারি দল ও জোটের বিরোধী হিসেবে মাঠে থাকছেন তাদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড কি তারা প্রস্তুত করতে পেরেছেন? তিনি বলেন, সংলাপে বিরোধীরা কি পেল? সংলাপে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, আর বিরোধীদের গ্রেফতার করা হবে না, কিন্তু কি হয়েছে, তারা প্রধানমন্ত্রীকে রাজনৈতিক মামলার একটি লিস্ট তো দিতে পেরেছেন। সভা-সমাবেশে বাধা দেয়া হবে না বলে জানানো হলেও আমরা গণমাধ্যম সূত্রে জানলাম রাজশাহীতের ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে রাজশাহীকে আশপাশের এলাকাগুলো থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এ অবস্থাকে তো আর সমতল মাঠ বলা যায় না। তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের একটি লক্ষণ তৈরি হলেও শঙ্কা কিন্তু থেকেই গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শেষ পর্যন্ত কী দ্বারায় এখনই বলা যাচ্ছে না।





আরো খবর