মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল, ১৪৪৫ | ০৮:০৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২১ অক্টোবর ২০১৮ ০৫:৪৫:০৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

দেশে ক্যান্সার রোগীর ৩৫ ভাগই হেড-নেক ক্যান্সারে আক্রান্ত

দেশে ক্যান্সার আক্রান্ত রোগীর মধ্যে ৩৫ ভাগই হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত। এদের মধ্যে আবার ৩৭ ভাগই ওরাল বা মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত। মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্তদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের হেড অ্যান্ড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে ওরাল ক্যান্সারের (মুখ গহ্বরের ক্যান্সার) ওপর দু’দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএনটি বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট হেড-নেক সার্জন অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। বক্তৃতা করেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট হেড-নেক সার্জন অধ্যাপক ডা. অনিল কে. ডি ক্রুজ। কর্মশালায় অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী জানান, দেশে বিপুলসংখ্যক হেড-নেক ক্যান্সারের রোগী থাকলেও এটি একটি প্রতিরোধযোগ্য রোগ। বিশেষ করে তামাক জাতীয় দ্রব্য পরিহারের মাধ্যমে এ রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব। তাছাড়া প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে পারলে চিকিৎসার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে রোগের বিস্তার ঘটলে এর চিকিৎসা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল হয়ে পড়ে। তিনি বলেন, বর্তমানে বিএসএমএমইউতে বিভিন্ন ধরনের হেড-নেক ক্যান্সারের আন্তর্জাতিক মানের চিকিৎসা করা হয়। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০০ জন হেড-নেক সার্জন অংশ নিয়েছেন। এতে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের প্রখ্যাত হেড-নেক সার্জনরা দু’দিন দুটি লাইভ সার্জারি ডেমোনেসট্রেশন করবেন।





আরো খবর