রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ১১:৪৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৫:২৩:০৪ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ সাতক্ষীরায় লাখো জনতার উপস্থিতিতে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছে পুলিশ। সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশের আইজিপি। সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, নৌ-পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, জেলা প্রশাসক ইফতেখার হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটয়ারী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িতদের দমনে পুলিশ কঠোর হাতে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিতে জনগণের সম্পৃতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি বলেন, মাদকের সাথে যদি কোন পুলিশ সদস্য জড়িত থাকেন তাদেরও রক্ষা নাই। এর আগে আইজিপি জাবেদ পাটোয়ারী সাতক্ষীরা শহরে পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে এসে শেষ হয়। সমাবেশের পূর্বে পুলিশের বিভিন্ন সময় অভিযানে আটক বিপুল পরিমান ফেন্সিডিল, গাঁজা ইয়াবা ধ্বংস কার্যক্রম তদারকি করেন। এসময় কয়েকজন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের হাতে ভ্যান গাড়ি তুলে দেন তিনি।





আরো খবর