সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ, ১৪৪৫ | ০১:০১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৮:১১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বকেয়া বেতনের দাবিতে মালিককে অবরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে কদমতলীর শ্যামপুরে আদিদ মিটওয়্যার ফ্যাশন লিমিটেড গার্মেন্টসের মালিককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। গত মঙ্গলবার কদমতলীর শ্যামপুরে আদিদ মিটওয়্যার ফ্যাশন লিমিটেডের সামনে শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনে অংশ নেন প্রায় ৩৫০ শ্রমিক। গার্মেন্টসকর্মী শাহিনুর বেগম যুগান্তরকে বলেন, আমাদের দুই মাস থেকে বেতন দেয়া বন্ধ করে দিয়েছেন গার্মেন্টসের চেয়ারম্যান আনিসুজ্জামান ও আসমা আকতার। তারা এখন প্রতিষ্ঠান বন্ধের পাঁয়তারা করছেন। ওই গার্মেন্টসকর্মী বলেন, গার্মেন্টস বন্ধ হলে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের পাওনা দুই মাসের বকেয়া বেতন ছাড়াও শ্রমিক আইন অনুযায়ী আরও তিন মাসের বেতন বুঝিয়ে দিতে হবে। আমাদের বেতন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে।





আরো খবর