রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ১১:৪৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৪৬:৪৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মাওনা ও চন্দ্রা রুটে ১৩ বিআরটিসি বাস চালু

গাজীপুরে মাওনা ও চন্দ্রা রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। এ দুই রুটে আপাতত ১৩টি বাস বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ও জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজিএম (ট্রেনিং) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে গাজীপুর সিটি কর্পোরেশনের শিববাড়ী থেকে শ্রীপুরের মাওনা ও একই স্থান থেকে মহানগরীর কোনাবাড়ি হয়ে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত বিআরটিসির বাস চলাচল করবে। এ জন্য দুটি রুটে আপাতত ১৩টি বাস বরাদ্দ দেয়া হয়েছে। তবে যাত্রীর সংখ্যা বিবেচনা করে বাস আরও বাড়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, বিআরটিসির গাজীপুরে ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. শাহরিয়ার বুলবুল, বাসন থানার ওসি মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফিতা কেটে শিববাড়ি-মাওনা ও শিববাড়ি চন্দ্রা রুটের বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন।





আরো খবর