রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ১০:৩২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮ ০৭:১২:৪৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বাসের অপেক্ষায় যাত্রীরা

স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে শত ভোগান্তি উপেক্ষা করেই বাড়ি ফিরছেন রাজধানীবাসী। নগরীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ প্রায় প্রতিটি বাসে ঘটছে সিডিউল বিপর্যয়। শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে। তারা জানায়, প্রায় প্রতিটি বাস আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা দেরি করে ছাড়া হচ্ছে। আর এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য হানিফ পরিবহনের টিকিট নিয়েছেন কামাল হোসেন আরো এক সপ্তাহ আগে। বাস ছাড়ার কথা সকাল ১০ টায়। কিন্তু সাড়ে ১০টা বাজলেও বাস আসেনি। কাউন্টারে থেকে বলছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সিডিউল বিপর্যয়ের বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার বলেন, মহাসড়কে ঢাকা আসার পথে কিছুটা যানজট থাকায় এই সমস্যা হচ্ছে। তবে খুব বেশি দেরি হচ্ছে না বাস ছাড়তে। আসলে ঈদের সময় একটু বাড়তি চাপ থাকায় এই সিডিউল বিপর্যয় হচ্ছে। তবে টার্মিনালে গাড়ি আসা মাত্রই আমরা ছেড়ে দিচ্ছি। শুধু হানিফ পরিবহন নয়, সাকুরা, নাবিল, হক, এস আর, সোহাগ, ঈগলসহ প্রতিটি পরিবহনেরই সিডিউল বিপর্যয় ঘটছে।





আরো খবর