রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০১:১৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৫ আগস্ট ২০১৮ ১২:২৮:০২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে চিঠি দেবে মানবাধিকার কমিশন

বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে চিঠি দেবে জাতীয় মানবাধিকার কমিশন। বুধবার সংস্থাটির কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কমিশনের চেয়ারম্যান ডা. কাজী রিয়াজুল হক এসব কথা বলেন। তিনি বলেন, তার খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। এজন্য বিদেশে পলাতক খুনিদের দেশে এনে শস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কমিশন থেকে চিঠি পাঠানো হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা-দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। ড. কাজী রিয়াজুল হক আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বাঙালি আজকের অবস্থানে আসতে পারত না। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের অর্ধেক সময় কারাগারে কাটিয়েছেন কেবল এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। সেই বঙ্গবন্ধু সম্পর্কে না জানলে বাংলাদেশকে জানা যাবে না। অথচ ৪৩ বছর আগে একদল বিপথগামী সেনা সদস্যদের চক্রান্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি। এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং অন্যরা কর্মকর্তারা। পরে কমিশন কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





আরো খবর