শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল, ১৪৪৫ | ০২:৪২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ ০২:১৭:৫৫ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

বস্তাবন্দী লাশটি পল্লবীর কলেজছাত্রী আঁখির

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া কিশোরীর লাশের পরিচয় সনাক্ত হয়েছে। আজ রবিবার বিকেলে কিশোরীর মামা নুর ইসলাম ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে তার লাশ সনাক্ত করে। নিহত কিশোরীর নাম আঁখি আক্তার (১৮)। মরিচাস প্রবাসী আরিফ হোসেন ও হাসনাহেনা দম্পতির ২ ছেলে-মেয়ের মধ্যে বড় আঁখি। তাদের বাড়ি মাদারীপুর কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামে। মর্গে এসে মৃত আঁখির মামা নুর ইসলাম জানান, বাবা মা দুজনেই প্রবাসী হওয়ায় আঁখি মিরপুর ১২ নম্বর সেকশন, ব্লক ই, রোড ৩৩, ৩৮ নম্বর বাসায় মামার কাছে থাকতো সে। পল্লবীর শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলো আঁখি। মামা নুর ইসলাম জানান, গতকাল সকাল ১১টার দিকে কলেজ যাবে বলে বাসা থেকে বের হয় আঁখি। এরপর আর বাসায় না ফেলায় গতকাল রাতে পল্লবী থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তারা। এরপর বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখোঁজি চলছিলো। আজ বিকেলে মর্গে এসে আঁখির লাশ সনাক্ত করেন স্বজনরা। তবে কলেজছাত্রী আঁখিকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তার মামা নুর ইসলাম। এরআগে আজ ভোর সোয়া ৪টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের পার্কিংয়ের দক্ষিণ পাশ থেকে একটি কালো ব্যাগের ভিতর ভরা অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ। পুলিশের ধারণা, অপরাধীরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ব্যাগে ভরে ওইখানে ফেলে গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





আরো খবর