বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ১১:১৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ ০১:১০:৩৭ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

দেশ সংকটময় সময় পার করছে: পেশাজীবীদেরকে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশ সংকটময় সময় পার করছে। এ থেকে উত্তরে পেশাজীবী সমাজকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার বিকেলে দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান। পেশাজীবী নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সবাই বিভিন্ন পেশায় নিজের নাম উজ্জ্বল করেছেন। দেশকে এগিয়ে নিতে নানাভাবে অবদান রেখেছেন। আপনারা আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।’ মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটি বিশেষ অবস্থার মাঝে এখানে একত্রিত হয়েছি। কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গোটা দেশের মানুষ সরকারের এমন আচরণে ধিক্কার জানিয়েছে।’ পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। পেশাজীবীদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক ডা. আবদুল কায়েস ভূঁইয়া, অধ্যাপক ডা. আবদুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমদ, অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন, প্রকৌশলী আব্দুল হালিম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, কৃষিবিদ ইব্রাহিম মিয়া, কৃষিবিদ আনোয়ারউন নবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাংবাদিক শওকত মাহমুদ, সাংবাদিক কাদের গণি চৌধুরী, সাংবাদিক রুহুল আমিন গাজী, অধ্যাপক ড. ফিরোজা খাতুন, অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. আকতার হোসেন, অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শাকিল ওয়াহিদ, আলমগীর কবির, মনির খান, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, প্রকৌশলী মাহমুদুর রহমান, সাংবাদিক আবদাল আহমেদ, ফরহাদ হালিম ডোনার প্রমুখ। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।





আরো খবর