রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০৭:০২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ ০৫:৫৯:২৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

খুনের নগরী’ ধামরাইয়ে রাত হলেই নেমে আসে আতঙ্ক

ঢাকার ধামরাইয়ে গত তিন দিন আগে দুই অটোরিকশা চালককে গলা কেটে ও পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ধামরাইয়ের সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী জানায় গতকাল রাতে ধামরাইর বড়চন্দ্রাইল এলাকার অমিজ উদ্দিন ব্যাপারীর ছেলে স্থানীয় কৃষক সমিজ উদ্দিনকে (৫৫) নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সকালে একটি কবরস্থানের পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলছে কী কারণে দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ গত দিন আগে ধামরাইর সীতি ও কালামপুর এলাকায় দুই অটোরিকশা চালককে গলা কেটে ও পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে আজ আবারও এক কৃষককে পিটিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা। এছাড়া গত ১০ দিন আগে ধামরাইর শ্রীরাপুর এলাকায় একটি পরিত্যক্ত কারখানার ভিতরে দুই নিরাপত্তাকর্মীকে গলা কেটে হত্যা করলেও এখন পর্যন্ত এ চারটি খুনের ঘটনায় কাউকে শনাক্ত করে পুলিশ আটক করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ ধামরাই এখন খুনের নগরীতে পরিণত হয়েছে। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। স্থানীয়রা রাত হলে আর আতঙ্কে বাড়ি থেকে বের হচ্ছে না। এবিষয়ে ধামরাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন কৃষকের খুনিদের আটক করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে আজ সকালে সাভারের নামা গেন্ডা এলাকার নিজ ভাড়া বাড়ির চারতলা ফ্ল্যাট থেকে সাভার মডেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মঞ্জুয়ারা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ধামরাই ও সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





আরো খবর