রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০৩:৪৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ ০৫:১১:৫৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

অব্যাহতি পেলেও খালেদা জিয়া আজ আদালতে যাবেন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একদিনের জন্য জামিন ও মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন। এ আদেশের ফলে খালেদা জিয়াকে আজ আদালতে হাজির থাকতে হবে না। তবে মামলায় জড়িত অন্য আসামিদের বিষয়ে শুনানি অব্যাহত থাকবে। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত হাজিরা থেকে একদিনের জন্য অব্যাহতি পেলেও আজ বেলা ১১টায় খালেদা জিয়া আদালতে যাবেন। তিনি বলেন, আমরা মামলার কার্যক্রম একদিনের জন্য স্থগিত চেয়েছিলাম। মঙ্গলবার বেলা ১১টা ৩৮ মিনিটে খালেদা জিয়া বিশেষ আদালতে হাজির হন। বিচারকাজ শুরু হয় দুপুর ১টা ৫৭ মিনিটে। শেষ হয় বিকেল ৩টায়। আজ সকালে বিচারক তার এজলাসে এসে প্রসিকিউশন পক্ষে পিপি মোশাররফ হোসেন কাজল ও আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলামকে ডেকে দেরিতে আদালত বসার কারণ জানান। তারা বিচারকের এজলাস থেকে বের হয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের জানান, গত এক বছরে ঢাকার আদালতের (জজ কোর্ট) যেসব আইনজীবী মারা গেছেন তাদের স্মরণসভা উপলক্ষে বিচারক দুপুর ২টায় বিচারকাজ শুরু করবেন। দুই ঘণ্টা পরে বিচারকাজ শুরুর বিষয়টি জানার পর আইনজীবীরা এজলাস থেকে বেরিয়ে যান। তবে খালেদা জিয়া তার নির্দিষ্ট আসনেই বসে ছিলেন। শুনানি শুরু হলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি শরফুদ্দিনের পক্ষে অ্যাডভোকেট আহসান উল্লাহ ও অপর আসামি কাজী কামালের পক্ষে অ্যাডভোকেট মনিরুলহুদা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় তারা আদালতে দেয়া সাক্ষীদের সাক্ষ্য ও জেরায় দেয়া বক্তব্য আদালতের কাছে তুলে ধরেন। একপর্যায়ে অ্যাডভোকেট আহসান উল্লাহ বলেন, মাননীয় আদালত আজ আর পারছি না। আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি করুন। আদালত আইনজীবীর আবেদনে সাড়া দেন। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিচারকের উদ্দেশে বলেন, মাননীয় আদালত কাল(আজ) ম্যাডামের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী। তাই একদিনের জন্য মামলার কার্যক্রম মুলতবি চাচ্ছি। এ পর্যায়ে বিচারক বলেন, কাল (আজ)ম্যাডামের আসার দরকার নেই। তিনি জামিনে থাকবেন। তবে অন্য আসামিদের বিষয়ে শুনানি চলবে। বিচারকের এ আদেশের মধ্য দিয়ে এদিনের মতো মামলার কার্যক্রম শেষ হয়।





আরো খবর