রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০৪:৪৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ ০৪:০১:২৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আবদুল হামিদই দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হচ্ছেন?

যদিও বেশ কিছুদিন আগে থেকেই এমন কথা প্রচারিত হচ্ছিল যে, আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি করা হবে না। সৈয়দ আশরাফুল ইসলাম, গওহর রিজভী, শিরিন শারমীন, বিচারপতি খায়রুল হকসহ বেশ কয়েকজনের নাম আসছিল নতুন রাষ্ট্রপতি হিসেবে। কিন্তু অবশেষে বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদকেই দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি করার ব্যাপারে সরকারের শীর্ষ মহল প্রাথমিকভাবে একমতে পৌঁছেছেন। আবদুল হামিদকেও এ ব্যাপারে আভাস দেওয়া হয়েছে। অথচ, এর আগে এমন গুজব রটেছিল যে, আওয়ামী লীগ আবদুল হামিদের উপর সন্তুষ্ট নয়। তাই তাঁকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় না। রাষ্ট্রপতি নির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ওইদিন কমিশন সভায় বসবেন নির্বাচন কমিশনাররা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বিকাল ৩টায় সংসদ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে মূলত বৈঠকে আলোচনা হবে। সোমবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু, রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। রাষ্ট্রপতির চলতি মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার বিধান আছে সংবিধানে। সে অনুযায়ী দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২৪ জানুয়ারি (আজ) থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আইনজ্ঞদের মতে, প্রথম ৩০ দিনকে বোঝাবে। নির্বাচন কমিশনও তা-ই মনে করে। রাষ্ট্রপতি সরাসরি ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তফসিল ঘোষণাসহ এই নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। ২০১৩ সালের ২৪ এপ্রিল আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২৩ এপ্রিল তার ৫ বছর মেয়াদ পূর্ণ হবে। আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্পিকার হিসেবে দু’বার দায়িত্ব পালন করেন।





আরো খবর