বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ, ১৪৪৫ | ০৮:০৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২০ জানুয়ারী ২০১৮ ০৩:২৩:৩২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

উত্তরাঞ্চলের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ করে থর থর করে কেপে উঠে ওইসব এলাকা। এ কম্পনের স্থায়ীত্বকাল ছিল প্রায় ৩০ সেকেন্ড। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। উত্তরের জেলা কুড়িগ্রামে মূলত এটি বেশি অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র সূত্র জানায়। ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের উত্তরাঞ্চলসংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাটে ভূমিকম্প হয়েছে। সকালের প্রচন্ড শীতে কম্পনের সময় লোকজন ঘুমিয়ে থাকায় জনসাধারণের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তবে সকালে রাস্তায় বেড়িয়ে আসা ও জেগে থাকা মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে বাড়ি ঘর ছেড়ে খোলা জায়গায় চলে যায়। তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





আরো খবর