বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ০৯:১১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মাওলানা সাদ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক

তাবলীগ জামায়াতের দিল্লি মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্দলভির বাংলাদেশে আগমনকে ঘিরে সৃষ্ট উত্তেজনা প্রশমনে বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ আলেম, তাবলীগ জামাতের শুরু সদস্যরা অংশ নিচ্ছেন। বিকাল ৩টার দিকে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটওয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, ধর্ম সচিব (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, গুলশান আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, তাবলিগের শুরার সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা আবদুল হামিদ মাসুম, খান মুহাম্মাদ শাহাবুদ্দীন নাসিম, মাওলানা জিয়া বিন কাসেম, ইউনুছ শিকদার, মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ বৈঠকে অংশ নিয়েছেন। বুধবার মাওলানা সাদের ঢাকায় আসার বিরোধীতা করে দিনভর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাবলীগ জামাতের একাংশ। তারা মাওলানা সাদকে ইজতেমায় অংশ নিতে দেবেন না বলে ঘোষণা দেন। আজ সকালে মাওলানা সাদ ইজতেমায় যাবেন না বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়।





আরো খবর