বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল, ১৪৪৫ | ০৯:৪৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭ ০১:৪৯:৫২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ফের রামপাল থেকে সরকারকে ফিরে আসার আহ্বান

ঢাকা: আবারও রামপাল বিদ্যুৎপ্রকল্প বাতিলের দাবি জানিয়ে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল অভিযোগ করেছেন রামপাল ইস্যুতে ইউনেস্কোর আপত্তিকে কোনো মূল্যই দিচ্ছে না সরকার, বরং সংস্থাটির বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। শনিবার সকালে রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রামপাল বিষয়ে সরকারকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্তভিত্তিক গবেষণা প্রতিবেদন পাঠানোর চার মাস পরও কোনো জবাব পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে পটুয়াখালীর পায়রায় চারটি বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে বলেও আশঙ্কা করা হয়। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, 'ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে যখন মেমোরি অব ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃত দিলো, সেটা আমরা কত গুরুত্বপূর্ণভাবে নিয়েছি। কিন্তু রামপালের উপর সমীক্ষা করার আগে যেন কিছু করা না হয়; ইউনেস্কো এই মর্মে একটি বার্তা দিয়েছিলেন; যে সুন্দরবন ধ্বংস হলে কোটি মানুষের উপর বিপদ আসবে; সেই বার্তার কোনো মূল্য দেয়নি সরকার।' 'অতএব আর কোনো সময়ক্ষেপন না করে রামপাল প্রকল্প বাতিল ঘোষণা, ও বন রক্ষায় অন্য প্রাণীদের বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।'





আরো খবর