শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ০৯:৪৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭ ০৫:২৯:৩৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নতির পথে হাঁটে তখনই স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে পিলখানায় কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বিজিবি কর্মকর্তা ও সদস্যদের পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও শৃঙ্খলা মেনে চলতে হবে। দুর্গম এলাকায় দ্রুত যেতে বিজিবির জন্য হেলিকপ্টার কেনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন তাকে স্বাগত জানান। পরে বিজিবি সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টাবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৫১ কর্মকর্তা এবং সদস্যদের পদক প্রদান করেন।





আরো খবর