শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ০৮:১৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭ ০৪:১৬:৪৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গেছে

ঢাকা: নিখোঁজের ২ মাস ১০ দিন পর সাংবাদিক উৎপল দাসকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় কে বা কারা তাঁকে রেখে গেছে। উৎপলের বন্ধু সাংবাদিক রাজিব আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজিব আহমেদ জানান আজ রাত ১২টার দিকে কে বা কারা উৎপলকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়। রাজিব উৎপলের ব্যক্তিগত নম্বরে তাঁর সঙ্গে কথা বলেছেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ভুলতার আধুরিয়া এলাকার শাহজালাল ফিলিং স্টেশনের সামনে থেকে উৎপলকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ভুলতা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, উৎপল তাকে ফোন করে বলেছেন তিনি ভুলতার গাউছিয়ায় আছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের যুগ্ম মহাসচিব পুলক ঘটক বলেন, উৎপলের সঙ্গে তারও কথা হয়েছে। উৎপল তাকে বলেছেন, তিনি নিরাপদ ও ভালো আছেন। বুধবার সকালে বাড়ি ফিরবেন। উল্লেখ্য, গত ১০ অক্টোবর নিখোঁজ হন উৎপল দাস। এ ঘটনায় ২২ অক্টোবর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।





আরো খবর