শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ১১:০৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭ ০৩:৪১:৪৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ট্রেন থামানো দুই শিশুকে ইউএনও’র পুরস্কার

রাজশাহী: তেলবাহী ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা সেই দুই শিশুকে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরস্কার দিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা দুই শিশুর হাতে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও শীত নিবারণের জন্য কম্বল পুরস্কার হিসেবে তুলে দেন। এই ঘটনায় সোমবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি দুই শিশুর লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছেন। তাদের দুজনেক প্রতি মাসে এক হাজার টাকা করে নিজের অর্থায়নে বৃত্তি প্রদান ও এসএসসি পাসের পর উচ্চ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। দুই শিশুকে পুরস্কার দেয়ার সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সহ-সভাপতি সাইদুর রহমান, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম। উল্লেখ্য, সোমবার লাল মাফলার দেখিয়ে আড়ানী স্টেশনে তেলবাহী ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে সিহাব হোসেন (৬) ও লিটন ইসলাম (৭) নামে দুই শিশু।





আরো খবর